সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদায় প্রচার ছিল ফেরদৌসী বেগমের। সেখানকারই তৃণমূল প্রার্থী ফেরদৌসী। সেখানে তাঁর সভাও ছিল। সেখানে তাঁর সঙ্গে প্রচারে যান মিমি। সেই সভার মাঠেই তৃণমূলের গানের সঙ্গে নাচ বৃদ্ধার। তাঁর নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। খেলা হবে গানে নাচতে দেখা যায় সেকানে ওই দিদিমাকে। তাঁকে দেখা দেখি তাঁর সঙ্গে এসে আরও অনেকেই নাচতে শুরু করেন।