ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত গোটা বাংলা। মানুষের ঘর ছাড়া হওয়ারও অভিযোগ উঠে এসেছে বারবার। এরই মাঝে প্রকাশ্যে তৃণমূল নেতার হুমকি। লাইভ করে কণিষ্ক পন্ডাকে হুমকি দিতে শোনা গেল এক তৃণমূল নেতাকে। এই নিয়েই এবার মুখ খুললেন বিজেপি নেতা কণিষ্ক পন্ডা। প্রাণ দিতে প্রস্তুত, জানালেন কণিষ্ক পন্ডা। বাংলার মানুষের জন্য তিনি মরতেও রাজি। মুখ্যমন্ত্রীর কাছে আর্ত আবেদন বিজেপি নেতার।