ভোটের দামামা বেজে গিয়েছে। ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। আর সেই রাজনীতির প্রভাব এবার পড়েছে মিষ্টিতেও। ভোট পুজোর আগে মিষ্টিতেও রাজনৈতিক দলের চিহ্ন। মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানে দেখা গেল এমনটাই। বাঙালি মিষ্টি প্রিয়, তাই এই অভিনব ভাবনা। জোড়া ফুল থেকে পদ্মফুল-কাস্তে-হাতুড়ি, রকমারি মিষ্টিতে এখন সেজে উঠেছে দোকান। মিষ্টিতেও এখন যেন লেগেছে রাজনীতির রঙ।