কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবার ভোটারদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এবং আতঙ্ক ছড়ায় রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রামপঞ্চায়েতের লহুজগ্রাম এলাকায় ৩৫/২৪ নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনীর মারধরের হাত থেকে বাদ যায়নি মহিলা ও শিশুরাও। এমনটাই অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। এমনকি তাদের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর এই আচরণে ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা।