ভোট গ্রহণ কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, এই কথা কাররই অজানা নয়। এবার সেই ভোট গ্রহণ কেন্দ্র থেকেই ভোট দেওয়ার ছবি পোস্ট হল সোশ্যাল মিডিয়ায়। ভোট দেওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেন এক তৃণমুল কর্মী। যেখানে স্পষ্ট দেখা যায় সেই তৃণমূল কর্মী ভোট দিচ্ছেন। রাজগঞ্জ বিধানসভার বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কামার ভিটা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী চিরঞ্জীত মোহন্ত। তিনি তাঁর ভোট দানের ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ। ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি এমনটা কি করে করলেন এখন তাই নিয়েই উঠছে প্রশ্ন।