তৃতীয় দফা নির্বাচনের দিনেই রাজ্যে মিঠুন চক্রবর্তী। নির্বাচনের আগে তাঁর আগমণে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। তাঁকে মালা পরিয়ে রাজকীয় অভ্যর্থনা। মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান যশ দাশগুপ্ত। যশ দাশগুপ্ত -র সঙ্গে রোড শো করলেন মহাগুরু। চন্ডীতলার তারকা প্রার্থী যশ দাশগুপ্ত -র সঙ্গে মিঠুন। দুই তারকাকে একসঙ্গে দেখতে ভিড় জমে জনসাধারণের।