পুরীতে নয়, রথ দেখতে বেলঘড়িয়ায় আসার আমন্ত্রণ। পুরীর রথের আদলে রথ তৈরি হয়েছে বেলঘড়িয়ায়। বেলঘড়িয়ায় এই রথ দেখার আমন্ত্রণ দিলেন মদন মিত্র। ৩০ ফুটের ৩ টি রথ পরিক্রমা করবে বেলঘরিয়া। এই রথযাত্রায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ৫০ হাজার মাস্কের ব্যবস্থা করে রেখেছে এই পুজা কমিটি।
পুরীতে নয়, রথ দেখতে বেলঘড়িয়ায় আসার আমন্ত্রণ। পুরীর রথের আদলে রথ তৈরি হয়েছে বেলঘড়িয়ায়। বেলঘড়িয়ায় এই রথ দেখার আমন্ত্রণ দিলেন মদন মিত্র। ৩০ ফুটের ৩ টি রথ পরিক্রমা করবে বেলঘরিয়া। এই রথযাত্রায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ৫০ হাজার মাস্কের ব্যবস্থা করে রেখেছে এই পুজা কমিটি।