'বর্ধমানের ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা দেশের গর্ব'। বর্ধমানে মাটি উৎসব থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'আইসিডিএস-এর মেয়েদের ৮ হাজার টাকার ফোন দেওয়া হবে'। 'যোগাযোগ রাখা এবং কাজের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত'। এদিন মাটি উৎসব থেকে বিজেপি-কে আক্রমণ করেন মমতা। '৬ মাস ধরে বিজেপি সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না'। 'বাংলার বাড়ি, বাংলার সড়ক প্রকল্পেও টাকা আটকে রেখেছে'। 'দরকার পড়লে আমি দিল্লিতে যাব সমস্যা সমাধানের জন্য'।
'আইসিডিএস-এর মেয়েদের ৮ হাজার টাকার ফোন দেওয়া হবে'। 'যোগাযোগ রাখা এবং কাজের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত'। এদিন মাটি উৎসব থেকে বিজেপি-কে আক্রমণ করেন মমতা। '৬ মাস ধরে বিজেপি সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না'। 'বাংলার বাড়ি, বাংলার সড়ক প্রকল্পেও টাকা আটকে রেখেছে'। 'দরকার পড়লে আমি দিল্লিতে যাব সমস্যা সমাধানের জন্য'।