জাদুঘর কাণ্ডে ধৃত জওয়ানকে ব্যাংকসাল আদালতে তোলা হলে আদালতের বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজত দেয় পূর্ণাঙ্গ তদন্তের জন্য
পার্কস্ট্রিটের জাদুঘরের সামনে এলোপাথারি গুলি চলার ঘটনায় ধৃত এসএস বি জওয়ানকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় | এ কে মিশ্ররার কোন আইনজীবী না থাকায় সরকার পক্ষের আইনজীবী ১৪দিনের পুলিশ হেফাজত চেয়েছিল তদন্তের জন্য | সেই মত ব্যাঙ্কশাল আদালত ৪দিনের পুলিশ হেফাজত দেয় ধৃত জওয়ানকে |