মালাদার রতুয়ায় কিশোর খুনে ধৃত ২, এই খুনের ঘটনায় এরাই দুই মূল অভিযুক্ত দাবী পুলিশের। গত শনিবার সকালে রতুয়ার মনিপুর এলাকার এক জলাশয় থেকে ১২ বছর বয়সের আকাশ ভগত নামের এক নাবালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃত কিশোরের বাড়ি মালদার রতুয়ার মনিপুরে। ওই গ্রামের একজনের বাড়িতে মনসা গানের আসর বসেছিল। সেখানেই গিয়েছিল আকাশ ভগত। এরপরে সে আর বাড়ি ফেরেনি, পরে একটি জলাশয় থেকে আকাশের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এরপরে তদন্তে নেমে পুলিশ আকাশের ২ বন্ধুকে গ্রেফতার করে। পুরানো শত্রুতার কারণেই এই খুন দাবী পুলিশের।
মালাদার রতুয়ায় কিশোর খুনে ধৃত ২, এই খুনের ঘটনায় এরাই দুই মূল অভিযুক্ত দাবী পুলিশের। গত শনিবার সকালে রতুয়ার মনিপুর এলাকার এক জলাশয় থেকে ১২ বছর বয়সের আকাশ ভগত নামের এক নাবালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃত কিশোরের বাড়ি মালদার রতুয়ার মনিপুরে। ওই গ্রামের একজনের বাড়িতে মনসা গানের আসর বসেছিল। সেখানেই গিয়েছিল আকাশ ভগত। এরপরে সে আর বাড়ি ফেরেনি, পরে একটি জলাশয় থেকে আকাশের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এরপরে তদন্তে নেমে পুলিশ আকাশের ২ বন্ধুকে গ্রেফতার করে। পুরানো শত্রুতার কারণেই এই খুন দাবী পুলিশের।