আজ কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এপিসি ভবন অভিযানের ডাক দেয়, এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে । সেখান থেকে এপিসি ভবনে মিছিল করে আসার সময় মিছিল আটকায় পুলিশ ।
আজ কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এপিসি ভবন অভিযানের ডাক দেয়, এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে । সেখান থেকে এপিসি ভবনে মিছিল করে আসার সময় মিছিল আটকায় পুলিশ | এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের । তারপর চাকরিপ্রার্থীরা সল্টলেক ১০ নম্বর ট্যাংক এর কাছে সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ২০১৭ তে উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীদের কে নিয়োগ করতে হবে