দামোদর নদ থেকে উদ্ধার বৃহদাকার মাছ। বড় দাঁত ও বড় বড় পাখনা যুক্ত এই বিশালাকার মাছ দেখতে ভিড় জমে যায়। বাঁকুড়ার পাত্রাসায়ের থানার দামোদরের শিল্লা ঘাটের ঘটনা। এক জেলের জালে ধরা পড়ে এই বিশালাকার মাছটি। জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। মাছটির স্থানীয় নাম কেনো মাছ। আবার বাঘাইড় বা কানা বাগার মাছ নামেও পরিচিত। মাছটির বৈজ্ঞানিক নাম বাগারিয়াস স্প্যাসিস। উত্তরপ্রদেশের কালি নদীতে এই মাছ সবথেকে বেশী পাওয়া যায়। মাছটিকে বড় ড্যামেও দেখা যায়। জলের স্রোতেই দামোদরে চলে এসেছে মাছটি।
দামোদর নদ থেকে উদ্ধার বৃহদাকার মাছ। বড় দাঁত ও বড় বড় পাখনা যুক্ত এই বিশালাকার মাছ দেখতে ভিড় জমে যায়। বাঁকুড়ার পাত্রাসায়ের থানার দামোদরের শিল্লা ঘাটের ঘটনা। এক জেলের জালে ধরা পড়ে এই বিশালাকার মাছটি। জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। মাছটির স্থানীয় নাম কেনো মাছ। আবার বাঘাইড় বা কানা বাগার মাছ নামেও পরিচিত। মাছটির বৈজ্ঞানিক নাম বাগারিয়াস স্প্যাসিস। উত্তরপ্রদেশের কালি নদীতে এই মাছ সবথেকে বেশী পাওয়া যায়। মাছটিকে বড় ড্যামেও দেখা যায়। জলের স্রোতেই দামোদরে চলে এসেছে মাছটি।