পাচারের আগেই উদ্ধার প্রায় ২৩ কেজি গাঁজা। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ৷ ধৃতদের মধ্যে দু’জন যুবতী রয়েছে৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি এলাকায়। পাঁচ জন যুবক যুবতীকে ঘোরা-ঘুরি করতে দেখেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। তাদের সাথে বেশ কয়েকটি বড় ব্যাগ ও ছিল। তাদের ব্যাগ খুলতেই গাঁজার প্যাকেট বেড়িয়ে আসে। পাঁচজনকে একটি স্থানীয় দোকানে আটকে বাগদা থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
পাচারের আগেই উদ্ধার প্রায় ২৩ কেজি গাঁজা। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ৷ ধৃতদের মধ্যে দু’জন যুবতী রয়েছে৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়ি এলাকায়। পাঁচ জন যুবক যুবতীকে ঘোরা-ঘুরি করতে দেখেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। তাদের সাথে বেশ কয়েকটি বড় ব্যাগ ও ছিল। তাদের ব্যাগ খুলতেই গাঁজার প্যাকেট বেড়িয়ে আসে। পাঁচজনকে একটি স্থানীয় দোকানে আটকে বাগদা থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।