মৃত্যু দিয়েই দিন শুরু হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। ভোট দিতে গিয়ে মৃত্যু হয় ১৮ -র এক যুবকের। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে সেখানেই আরও ৪ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হয় বেশ কয়েকজন। গুলি লাগে মোট ৮ জনের। সেনা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁদের। এমনটাই অভিযোগ ওঠে সেনা বাহিনীর বিরুদ্ধে। বিনা প্ররোচনায় এমনটা তারা করেছে বলে অভিযোগ ওঠে।