পুরুলিয়ার ঝালদা কাণ্ডে নয়া মোড়। ক্লোজ করা হয়েছে এই ৫ পুলিশ কর্মীকে। ক্লোজ করা হয়েছে ১ এসআই, ২ কনস্টেবল, ২ হোমগার্ডকে। নাকা চেকিং-এর দায়িত্বে ছিলেন এই ৫ পুলিশ কর্মী। পুলিশ কর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
পুরুলিয়ার ঝালদা কাণ্ডে নয়া মোড়। তপন কান্দু হত্যার দিন বাগমুন্ডি ঝালদা রাস্তার ওপর যে সব পুলিশ কর্মীরা নাকা চেকিং-এর দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধেও বিভাগিয় তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে ঘটনার দিন নাকা চেকিংয়ের দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টার অনিমা অধিকারী। এছাড়াও পুরুলিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে তার সঙ্গে থাকা চার পুলিশ কর্মীকে। এদের মধ্যে ২ জন কনস্টেবল ও দুজন হোমগার্ড। গত ১৩ ই মার্চ সন্ধে নাগাদ ঝালদা পৌরসভার ২নাম্বার ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে ঝালদা বাগমুন্ডি রাস্তার ওপর গোকুল নগর গ্রামের অদূরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তপন কান্দুকে মৃত বলে ঘোষণা করেন। গুলি কাণ্ডের দিন ঝালদা বাগমুন্ডি রাস্তার ওপর ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ঝালদা থানা পুলিশের নাকা চেকিং চললেও ঘটনার খবর পেয়ে তা এড়িয়ে যায় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।ইতিমধ্যে গুলি কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছে সি আই ডি কে।গঠিত হয়েছে সিট।তদন্ত চলাকালীন আজ ঝালদা থানার সাব ইন্সপেক্টর অনিমা অধিকারী সহ চার পুলিশ কর্মীকে ক্লোজ করে তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। যদিও পুলিশের সাব ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মীকে ক্লোজ করে তদন্ত শুরু হলেও খুশি নন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।তিনি জানান পাঁচ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হলেও এখনো ঝালদা থানার আই সিকে ক্লোজ করা হলোনা কেন?ঘটনার দিন গুলি কাণ্ডের খবর পেয়েও আই সি ঘটনাস্থলে যান নি কেন? ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কী করছে কিছুই পরিস্কার নয়। পুলিশের প্রতি আমাদের বিশ্বাস উঠে গেছে তাই সি বি আই তদন্ত চাই বলে ক্ষোভের সঙ্গে জানান মিঠুন কান্দু।