করোনার থাবা এবার গৌড়ীয় মঠে, সেখানকার মোট ৬ জন সন্ন্যাসী এখন করোনা পজিটিভ। আর সেই কারণেই কনটেনমেন্ট জোনে পরিণত হল নদিয়ার নবদ্বীপ দেয়ারাপাড়া রোডের মনিপুর গৌড়ীয় মঠ। কিছু দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন সেখানকার কয়েকজন সন্ন্যাসী। সেই খবর পেয়েই সেখানকার প্রাক্তন কাউন্সিলার আশিষ চক্রবর্তী করোনা পরীক্ষার ব্যবস্থা করেন। আর সেই মতই তাঁদের সোয়াব টেস্ট করা হয়। মোট ২০ জনের নমুনা পাঠানো হয় টেস্টের জন্য যার মধ্যে এখনও সবার রিপোর্ট আসেনি। তবে ইতিমধ্যেই মঠের ভেতরে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয়েছে। এই নিয়ে নবদ্বীপ ব্লকে মোট আক্রান্ত ১৯৭ জন।