নৈহাটি ষ্টেশনে যুবকের কাছ থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার। ছেঁড়া ১০ টাকাতে ছিল লেনদেনের সঙ্কেত। যুবককে গ্রেফতার করল নৈহাটি জি.আর.পি। অভিযুক্ত যুবকের নাম অভিষেক সোনকার। টিটাগড় থেকে নৈহাটিতে একাধিকবার এইভাবে সে টাকার লেনদেন করেছে। রাতে ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সকালে আনা হয় টাকা গোনার যন্ত্র। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের ফোনে পাওয়া গিয়েছে একটি ছেঁড়া ১০ টাকার নোটের ছবি। দাবি, ওই যুবক যার হাতে ওই টাকা তুলে দিত, তার মোবাইলেও ওইরকম ১০ টাকার ছেঁড়া নোটের ছবি থাকার কথা। যা মিলিয়ে হওয়ার কথা ছিল লেনদেন। শুরু হয়েছে তদন্ত।
নৈহাটি ষ্টেশনে যুবকের কাছ থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার। ছেঁড়া ১০ টাকাতে ছিল লেনদেনের সঙ্কেত। যুবককে গ্রেফতার করল নৈহাটি জি.আর.পি। অভিযুক্ত যুবকের নাম অভিষেক সোনকার। টিটাগড় থেকে নৈহাটিতে একাধিকবার এইভাবে সে টাকার লেনদেন করেছে। রাতে ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সকালে আনা হয় টাকা গোনার যন্ত্র। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের ফোনে পাওয়া গিয়েছে একটি ছেঁড়া ১০ টাকার নোটের ছবি। দাবি, ওই যুবক যার হাতে ওই টাকা তুলে দিত, তার মোবাইলেও ওইরকম ১০ টাকার ছেঁড়া নোটের ছবি থাকার কথা। যা মিলিয়ে হওয়ার কথা ছিল লেনদেন। শুরু হয়েছে তদন্ত।