ধুপগুড়ি দুর্ঘটনায় শোকের ছায়া ময়নাগুড়ি রানীরহাট মোড় এলাকায়। ঘটনায় এই এলাকারই ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু, ৪ জন পুরুষ ও একজন মহিলা। ঘটনায় বরাত জোরে প্রানে বেচে গিয়েছেন অল্টো গাড়ির চালক। গত সোমবার রানীরহাট মোড় সংলগ্ন চর চুরাভান্ডার গ্রামের জয়া রায়ের সাথে ধুপগুড়ি লাল স্কুল সংলগ্ন এলাকার বিকাশ রায়ের বিয়ে হয়। মঙ্গলবার ধুপগুড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাবার পথে দুর্ঘটনা ঘটে। ফলে মুহুর্তের মধ্যে আনুষ্ঠান বাড়ির চিত্র শোকের আবহে বদলে যায়৷ এক এলাকার ৭ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।