ভোট পরবর্তী হিংশার রেশ যেন কাটছেই না। আবারও তেমনই ঘটনা উঠে এল সামনে। বিজেপি করার অপরাধে মহিলাকে বেধড়ক মার। চুলের মুটি ধরে মারতে দেখা গেল এক তৃণমূল কর্মীকে। এমনই অভিযোগ উঠেছে অমরেন্দ্রনাথ পাত্র -র বিরুদ্ধে। সাগরের প্রাক্তন অঞ্চল প্রধান ছিলেন তিনি। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল। ওই মহিলাই অমরেন্দ্রনাথ বাবুর গায়ে হাত তোলে। পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূল। ঘটনাটি অনভিপ্রেত বলে জানিয়েছেন বঙ্কিম হাজরা।