বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো থাকে এক যুবক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ভাঙড়ের পূর্ব কাঠালিয়া এলাকায়। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে যুবক তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আর সেই প্রস্তাবে রাজি না হওয়ার করণেই এমনটে হয়েছে বলে জানাচ্ছেন নাবালিকার পরিবার। বুধবার সন্ধ্যায় আচমকাই মহম্মদ আশফাক মোল্লা নামের ওই যুবক নাবালিকার বাড়িতে চড়াও হয়। তারপরে ঘড়ের মধ্যে ঢুকে কোপাতে শুরু করে নাবালিকাকে। তার দিদি তাকে বাঁচাতে এলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় যুবক। পরে স্থানীয়রাই তাকে গুরুতর জখম অবস্থায় নলমুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই কাশিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মহম্মদ আশফাক মোল্লাকে।