দীর্ঘদিনের প্রেম ছিল শুভঙ্কর রায় এবং সঙ্গীতা রায়-এর। দু'জনের পরিবারই জানত তাঁদের সম্পর্কের কথা। শুভঙ্কর রায় শিক্ষকতার চাকরি পাওয়ার পর ঘটে প্রেমে বিচ্ছেদ। শুভঙ্কর রায়কে বিয়ে করতেই এবার ধর্ণায় সঙ্গীতা রায়।
দীর্ঘ ছয় বছরের প্রেম ছিল শুভঙ্কর রায় এবং সঙ্গীতা রায়-এর। ধূপগুড়ি ব্লকের কালিরহাটের বাসিন্দা শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর রায়ের। অন্যদিকে সঙ্গীতা কাঠুলিয়া এলাকার বাসিন্দা। দু'জনের পরিবারই জানত তাঁদের সম্পর্কের কথা। বিয়ে নিয়েও দুই পরিবারের মধ্যেই কথা চলছিল দীর্ঘদিন ধরে। শুভঙ্কর রায় শিক্ষকতার চাকরি পাওয়ার পর ঘটে প্রেমে বিচ্ছেদ। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতুশ্রুতি দিলেও ১ লা এপ্রিল হঠাৎই নিজের মত বদলান শুভঙ্কর। সঙ্গীতাকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন শুভঙ্কর। শুভঙ্কর রায়কে বিয়ে করতেই এবার ধর্ণায় সঙ্গীতা রায়। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের কালিরহাটে দেখা গেল এমনই ছবি। বিয়ে করবে বলে শুভঙ্কর তাঁকে ঘোরায় বলে দাবি সঙ্গীতার। এদিকে শিক্ষক শুভঙ্কর রায়ের বাবা তার ছেলের সঙ্গে সঙ্গীতার সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন," ওদের বাড়ি থেকে এর আগে বিয়ের প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। এর আগে ছেলের বিয়েতেও মত ছিল। কিন্তু জানি না এখন কি হয়েছে। অন্যদিকে সঙ্গীতা জানিয়েছেন শুভঙ্কর তাঁর সঙ্গে দেখা না করলে তিনি ধর্ণা চালিয়ে যাবেন। এবিষয়ে শিক্ষক শুভঙ্কর রায় অবশ্য কোনও কথা বলেননি। এমনকি বেশ কয়েকবার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি।