একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। সম্প্রতি তাঁরই এক প্রেমিকের রহস্যজনক মৃত্যুও হয়। এরই শাস্তি হিসেবে সালিশি সভার সিদ্ধান্তে বেধড়ক মারধরের পরে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হল ওই মহিলাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের নানুরে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে।
অভিযোগ, বীরভূমের নানুর থানা এলাকার বাসিন্দা ওই মহিলা ২০১১ সালে দুই পুত্রসন্তান এবং স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বাড়ি ছেড়েছিলেন। তিন বছর পর ফিরে এসে ফের সংসার শুরু করেন ওই মহিলা। কিছুদিন আগে ফের তিনি অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান বলে অভিযোগ। কিন্তু বুধবার সেই যুবকের রহস্যজনক মৃত্যু হয়। এর পরই গ্রামবাসীদের রোষ গিয়ে পড়ে ওই গৃহবধূর উপরে। শেষ পর্যন্ত শুক্রবার সালিশি সভা ডেকে গৃহবধূর বিচার হয়। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ দিন তাঁকে গ্রামের মূল রাস্তা দিয়ে বিবস্ত্র করে ঘোরানো হয়। একই সঙ্গে ওই গৃহবধূকে বেধড়ক মারধরও করে গ্রামবাসীরা।