গ্রামের এক আমগাছের ডালে চিতা, আতঙ্কে গ্রামবাসীরা, অবশেষে উদ্ধার

আজ সকাল 9.30 টার দিকে সলকুমার মোড়ের কাছে পূর্ব কাঁঠালবাড়ি গ্রামের গ্রামবাসীরা গ্রাম এলাকায় একটি চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের রেঞ্জ অফিসারকে জানায়। নাইলন নেট, ট্রানকুইলাইজিং টিম, ফাঁদ খাঁচা, পরিবহন খাঁচা, অ্যাম্বুলেন্স ইত্যাদির মতো সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেঞ্জ অফিসার অন্যান্য কর্মীদের সাথে অবিলম্বে ঘটনাস্থলে চলে যান।

গ্রামের এক আমগাছের ডালে চিতা, আতঙ্কে গ্রামবাসীরা, অবশেষে উদ্ধারআজ সকাল 9.30 টার দিকে সলকুমার মোড়ের কাছে গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পায়|  তৎক্ষনাত গ্রামবাসীরা খবর দেয় জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের রেঞ্জ অফিসারদের | নাইলন নেট, ট্রানকুইলাইজিং টিম, ফাঁদ খাঁচা, পরিবহন খাঁচা, অ্যাম্বুলেন্স ইত্যাদির মতো সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেঞ্জ অফিসার অন্যান্য কর্মীদের সাথে অবিলম্বে ঘটনাস্থলে চলে | যানপ্রাথমিকভাবে কর্মীরা প্রাণীটিকে শান্ত করার চেষ্টা করেছিলএলাকাটি সম্পূর্ণ জনাকীর্ণ হয়ে পড়ে যা মানুষের আবাসস্থলের মাঝামাঝি হওয়ায় অপারেশনটি খুব কঠিন হয়ে পড়ে আলিপুরদুয়ার এবং ফালাকাটা থেকে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়েছিল যাতে গাছে পৌঁছতে মই ব্যবহার করা যায়ট্রানকুইলাইজিং টিমের কর্মীরা দুবার অভিযান চালিয়ে অবশেষে প্রাণীটিকে নিরাপদে গাছের উপর থেকে উদ্ধার করে চিতাটিকে  প্রয়োজনীয় চিকিৎসার জন্য মাদারিহাটে নিয়ে যাওয়া হয় 
 

03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে