করোনা রুখতে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন না থাকায় ভিড় হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনে। ট্রেনে ভিড়ের কারণেই আবারও দুর্ঘটনা। স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী। সূত্রের খবর, আহত ব্যক্তির নাম তাপস মন্ডল। জিবনতলা থানার দক্ষিণ নারায়নপুরের বাসিন্দা তিনি। অন্যান্য যাত্রীরা তাঁকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনার গুরুতর আহত ওই যাত্রী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিত্তরঞ্জনে রেফার করা হয় ওই ব্যক্তিকে।