বাংলায় খোঁজ মিলেছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের। শরীরে এই লক্ষণ দেখলেই দ্রুত পরীক্ষা করান। রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। করোনা আক্রান্তের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতি। ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে।
কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে ধরা পড়েছে। এই প্রথম করোনার মিশ্র প্রজাতির হদিশ পাওয়া গেল বাংলায়। এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ উপসর্গ দেখা দিলে ডাক্তার দেখান। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন যা ইদানিং অনেক মানুষই ছেড়েছেন।