ডুয়ার্সের চা বলয়ে কুসংস্কার আজও জাঁকিয়ে বসে আছে, তার জলন্ত উদাহরন পাওয়া গেল, ডাইনি অপবাদে এক মহিলাকে গ্রামছাড়া করল এক গুনিন , সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রানে বাঁচলো এক মহিলা
ভগতপুর চাবাগানের এক গর্ভবতী মহিলা বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছিল | ডাক্তার দেখিয়ে নানারকম ঔষধ খেয়েও অসুখ সারছে না | এরপরই খয়েরবাড়ি থেকে এক ওঝাকে ডেকে আনে ওই মহিলার স্বামী | এরপর ঐ মহিলাকে গ্রাম ছাড়া করার নিদান দেয় ওঝা | প্রান ভয়ে চা বাগানেরই কাছে থাকা এক সিভিক পুলিসের বাড়িতে আশ্রয় নেয় | পরে পুলিশ মহিলাকে উদ্ধার করে ওই ওঝাকে গ্রেফতার করে |