রোগী ভর্তি হাসপাতালের ডায়লিসিস বিভাগে। সেখান এয়ার কন্ডিশন মেশিনের ভেতর থেকে সাপ উদ্ধারকে কেন্দ্র ব্যাপক আতঙ্ক ছড়ায়। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। দ্রুত খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস কর্তৃপক্ষকে। পিউপিলস ফর অ্যানিম্যালস এর সদস্যরা ছুটে যায় সেখানে। হাসপাতালের ডাইলসিস বিভাগের এয়ার কন্ডিশন মেশিনের ভেতর থেকে উদ্ধার করে সাপটি। উদ্ধার হওয়া সাপটি বিষাক্ত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডাইলসিস বিভাগের স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে।