পরীক্ষার পর পেরিয়ে গিয়েছে ছ'মাস। করোনা আবহে অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ইঞ্জিনিয়ারিং-এ প্রথম স্থান অধিকার করল উত্তর দিনাজপুরের সৌরদীপ দাস। বাবা পেশায় সরকারি কর্মচারী, মা গৃহবধূ। রায়গঞ্জ শহরের অশোকপল্লি এলাকায় বাড়ি সৌরদীপের। বরাবরই মেধাবী ছাত্র, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে স্থানীয় সারদা বিদ্যামন্দির স্কুলে। এরপর দেওঘড় রামকৃষ্ণ মিশন স্কুলের ভর্তি হয় সৌরদীপ। এ বছর সিবিএসসি পরীক্ষায় নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে সে। লক্ষ্য, বিজ্ঞানী হওয়া।