স্ত্রী -র অবৈধ সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামী। স্বামী সহ দুই শিশু পুত্রকে খুন করল স্ত্রী ও তাঁর প্রেমিক। পালিয়ে গিয়ে প্রাণে বাঁচল তাঁদের কন্যা সন্তান। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বাসিন্দা ছিলেন তাঁরা। কর্মসূত্রে পাঞ্জাবে থাকত এই পরিবার। সেখানেই স্বামী ও দুই পুত্রকে নৃশংস ভাবে খুন করেন তাঁরা। ইতিমধ্যেই মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তিনজনের মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে কান্নায় ভেঙে পড়ে তাঁদের পরিবার থেকে আত্মীয়স্বজন।