প্রশিক্ষণ ছাড়াই সাপ (Snake) ধরতে গিয়ে আবারও রায়গঞ্জে (Raiganj) বিষধর সাপের (Poisonous snake) ছোবল খেল এক যুবক। একবার বা দু'বার নয়, তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে (Raiganj Medical College Hospital) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। সাপ ধরার কোনো প্রশিক্ষন না নিয়েই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি ঘটে বলে জানান স্থানীয়রা। সূত্রের খবর, জখম ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ, পেশায় টোটো চালক। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যায় সে। সাপটির মাথা ধরে কৌটো বন্দি করতে গেলে সাপটি তার হাতে ছোবল বসায়। ঘটনার সময়ের ভিডিও ক্যামেরা বন্দি করেন প্রত্যক্ষদর্শীরা।
প্রশিক্ষণ ছাড়াই সাপ (Snake) ধরতে গিয়ে আবারও রায়গঞ্জে (Raiganj) বিষধর সাপের (Poisonous snake) ছোবল খেল এক যুবক। একবার বা দু'বার নয়, তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে (Raiganj Medical College Hospital) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। সাপ ধরার কোনো প্রশিক্ষন না নিয়েই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি ঘটে বলে জানান স্থানীয়রা। সূত্রের খবর, জখম ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ, পেশায় টোটো চালক। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যায় সে। সাপটির মাথা ধরে কৌটো বন্দি করতে গেলে সাপটি তার হাতে ছোবল বসায়। ঘটনার সময়ের ভিডিও ক্যামেরা বন্দি করেন প্রত্যক্ষদর্শীরা।