দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলে সহবাস। এমনকি উঠেছে ধর্ষণের অভিযোগও। পরে যুবতিকে বিয়ে করতে অস্বীকার করে যুবক। বসিরহাট মহকুমার উত্তর রানিগাছি গ্রামের ঘটনা। এমনকি ওই যুবতির কাছ থেকে কয়েক খেপে প্রায় ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছে যুবতি। পরে যুবতির সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে দেয় যুবক। এর পরেই আত্মহত্যার চেষ্টা করে যুবতি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭ দিন হাসপাতালে থাকার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।