প্রায় সাড়ে ৩ বছর আগে হারিয়ে গিয়েছিল ছেলে। অবশেষে মূক ও বধির অঙ্কিতকে ফিরে পেল তাঁর পরিবার। উত্তরপ্রদেশের গোহানি গ্রামের বাসিন্দা যোগেন্দ্র পান্ডে। প্রায় সাড়ে ৩ বছর আগে তাঁরই ছেলে হারিয়ে যায়। ২০১৭ সালে উত্তর দিনাজপুরে পাওয়া যায় তাঁকে। চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি উদ্ধার করে ওই কিশোরকে। উদ্ধার করে তাঁকে কর্নজোড়ায় একটি হোমে রাখা হয়। এতদিন ধরে হোমেই থাকছিল অঙ্কিত, কোনও খোঁজ মেলেনি তাঁর পরিবারেরও। সেখানেই তাঁকে রাজ্য সরকারের মানবিক ভাতা দিতে গিয়ে শুরু হয় তাঁর ইনভেসটিগেশন। তখনই খোঁজ মেলে তাঁর পরিবারের, খবর যায় তাঁর বাড়িতে। ছেলের খবর পেয়েই ছুটে আসেন অঙ্কিতের বাবা যোগেন্দ্র পান্ডে। প্রায় সাড়ে তিন বছর পর তিনি ফিরে পেলেন ছেলেকে। এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে খুশি অঙ্কিতের বাবা।