রাজনীতি দূরে রেখে এ রাজ্যকে হিন্দু রাজ্য এবং এই দেশকে হিন্দুরাষ্ট্র করার ডাক দিলেন স্বামী আনন্দ স্বরূপ। কিছুদিন আগেও তাঁকে এমন কথা বলতে শোনা গিয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন পাকিস্তান যেমন মুসলিম রাষ্ট্র তেমনই ভারত হবে হিন্দু রাষ্ট্র। এবার জানালেন ভারত হিন্দু রাষ্ট্র না হলে ২০২৯ সালের মধ্যে ইসলামিক রাষ্ট্র বানানোর পুরোপুরি পরিকল্পনা চলছে। সোমবার নদিয়ায় গিয়ে এই কথাই বললেন শঙ্করাচার্য পরিষদের সর্বভারতীয় সভাপতি স্বামী আনন্দ স্বরূপ। নদিয়ার কৃষ্ণনগরে শঙ্করাচার্য পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হন তিনি। পরে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি বলেন, প্রতিটি হিন্দু সমাজকে এক করা, প্রতিটি গ্রামে প্রতিটি শহরে গুরুকুল খোলা, এর পাশাপাশি প্রাচীন ভারতের পুনর্নির্মাণ করাই তাঁদের লক্ষ্য। আমরা প্রতিটি পঞ্চায়েত এলাকায় মানুষকে জাগ্রত করছি। এর আগেও মানুষকে জাগ্রত করে আমরা সিকান্দারকে তাড়িয়েছি, তাহলে ইসলাম আর কি। এর পাশাপাশি আরও নানান কথা তুলে ধরেন তিনি।