দীর্ঘ প্রায় এক বছর পর পুরুলিয়া থেকে ভেলোর যাওয়ার ট্রেন পরিষেবা শুরু হল। কভিডের দ্বিতীয় ঢেউ -এর সংক্রমণে যখন নাস্তানাবুদ সারাদেশ ঠিক সেই সময়েই কোভিড বিধি মেনে শুরু হল এই পরিষেবা। সোম এবং শুক্রবার সপ্তাহে এই দু'দিন এই ট্রেনটি ভেলোর থেকে পুরুলিয়া এবং পুরুলিয়া থেকে ভেলোর উদ্দেশ্যে যাতায়াত করবে। এই ট্রেন শুরু হওয়ার ফলে পুরুলিয়ার মত প্রান্তিক জেলার মানুষের দক্ষিণের রাজ্য ভেলোরে চিকিৎসা করাতে যাওয়ার জন্য বিশেষ সুবিধা হয়েছিল। তবে গত বছর করোনা সংক্রমণ শুরু হতেই এই ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। আবারও প্রায় এক বছর পর এই ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে শুক্রবার ভেলোরের উদ্দেশে রওয়ানা দেয়। পুরুলিয়া থেকে ভেলোর গামী ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি পুরুলিয়ার মানুষ।