আগরপাড়া খগেন্দ্র নাথ মুখার্জি রোডের আবাসনের তিনতলার ঘরে বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে জানা যায় রাত নটা নাগাদ হঠাৎ করেই তিন তালার ঘর থেকে আগুন দেখতে পায় স্থানীয়রা।
আগরপাড়া খগেন্দ্র নাথ মুখার্জি রোডের আবাসনের তিনতলার ঘরে বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে জানা যায় রাত নটা নাগাদ হঠাৎ করেই তিন তালার ঘর থেকে আগুন দেখতে পায় স্থানীয়রা। সেসময় আবাসনের ঘরে এক বছরের শিশুকন্যা সহ মহিলা উপস্থিত ছিলেন। কোনোক্রমে গেটের তালা ভেঙে উদ্ধার করা হয় মা ও শিশুকে। সাথে সাথেই খবর দেওয়া হয় দমকল কেন্দ্রের দমকলের ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।