ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর ও প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগদান করাতে কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বাজি পাঠিয়ে উচ্ছাসে মেতে উঠলো
প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ যোগদান করেন কংগ্রেসে | ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি | কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তিনি | এই খবরে ইসলামপুর কংগ্রেস দলীয় কার্যালয়ে উল্লাসে মাতেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা | আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ইসলামপুরের ব্লক কংগ্রেসের সভাপতি সাদিকুল ইসলাম