মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী সমর্থকদের পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছিল। ওই ঘটনারই কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দুপুরে নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-২ গ্রামপঞ্চায়েতের তৃতীয়খন্ড জালপাইয়ের বিজেপি কর্মী নাড়ুগোপাল দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাড়ু গোপাল দাসকে বাড়িতে না পেয়ে তাণর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। বিষয়টি নন্দীগ্রাম থানায় জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। নাড়ু গোপালবাবুর স্ত্রী অভিযোগ তার স্বামী ছেলে-মেয়েকে পাওয়া যাচ্ছে না। ১০ নভেম্বর শহীদ স্মরণ দিবস উদযাপনের আগের দিন শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সংঘর্ষে উতপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। প্রসঙ্গত, নির্বাচনের পর থেকেই বারবার খবরের শীর্ষে উঠে এসেছে নন্দীগ্রামের নাম। নন্দীগ্রামে বিজেপির কর্মী সমর্থকদের পরিবারের উপর হামলার অভিযোগেও উঠেছে একাধিকবার। আবারও তেমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে এদিন সকালে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোরও অভিযোগ ওঠে। ওইদিনই পরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী সমর্থকদের পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছিল। ওই ঘটনারই কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দুপুরে নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-২ গ্রামপঞ্চায়েতের তৃতীয়খন্ড জালপাইয়ের বিজেপি কর্মী নাড়ুগোপাল দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাড়ু গোপাল দাসকে বাড়িতে না পেয়ে তাণর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। বিষয়টি নন্দীগ্রাম থানায় জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। নাড়ু গোপালবাবুর স্ত্রী অভিযোগ তার স্বামী ছেলে-মেয়েকে পাওয়া যাচ্ছে না। ১০ নভেম্বর শহীদ স্মরণ দিবস উদযাপনের আগের দিন শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সংঘর্ষে উতপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। প্রসঙ্গত, নির্বাচনের পর থেকেই বারবার খবরের শীর্ষে উঠে এসেছে নন্দীগ্রামের নাম। নন্দীগ্রামে বিজেপির কর্মী সমর্থকদের পরিবারের উপর হামলার অভিযোগেও উঠেছে একাধিকবার। আবারও তেমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে এদিন সকালে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোরও অভিযোগ ওঠে। ওইদিনই পরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।