South Dinajpur incident: কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ উঠেছে কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের একটি কলেছে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে।

এক কলেজ ছাত্রীকে ক্লাসে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে। এদিকে অভিযোগ পেতেই অধ্যাপকের ক্লাস সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে পতিরাম কলেজে। এদিকে ওই ঘটনায় মৌখিকভবে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে ওই ছাত্রী। বুধবার ওই অধ্যাপক কলেজে আসতেই কলেজ থেকে বের করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি উজিসির গাইডলাইন অনুযায়ী ওই ঘটনায় জন্য তদন্ত কমেটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর, বুধবার বিকেলে পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে সংস্কৃত বিভাগের অধ্যাপক সুবীর কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ ওঠে এক কলেজে ছাত্রীকে ক্লাসে একা পেয়ে শ্লীলতাহানি করার। ছাত্রীর চিৎকারে সকলে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সরে যান অভিযোগ ওঠা অধ্যাপক। এদিকে বিষয়টি জানাজানি হতেই কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। এদিকে গতকাল কলেজে অনুপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল রামকৃষ্ণ মন্ডল। বুধবার বিষয়টি জানতে পেরে আজকের মত তিনি সংস্কৃতি বিভাগের ক্লাস সাসপেন্ড করেন এবং অভিযোগ ওঠা ওই অধ্যাপককে বাড়ি যাওয়ার নির্দেশ দেন। এনিয়ে মৌখিক ভাবে ছাত্র ইউনিয়ন, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে৷ অভিযোগ উঠতেই কলেজের অধ্যক্ষ রামকৃষ্ণ মন্ডল এনিয়ে তদন্ত কমিটি গঠন করেছে এবং এর তদন্ত শুরু করেছেন। অভিযোগ প্রমাণ হলে ওই অধ্যাপকের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে বলে অধ্যক্ষ রামকৃষ্ণ জানিয়েছেন। এবিষয়ে পতিরাম কলেজের প্রিন্সিপাল রামকৃষ্ণ বলেন, মঙ্গলবার আমি কলেজের কাজে বাইরে গিয়েছিলাম। বিকেলে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পেয়েছে। আমরা সাথে সাথেই ওই অধ্যাপকের কাছে কৈফত চেয়েছি। পাশাপাশি বুধবার কলেজে আসার পরে কলেজে না আসার নির্দেশ দিয়েছি। আপাতত ওই অধ্যাপকের ক্লাস সাসপেন্ড করেছি। আমরা একটা তদন্ত কমেটি গঠন করেছি। দোষী প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর02:37অন্য স্ট্যান্ডে অটো রাখায় চরম বিবাদ! কপালে ইট লাঠি! চাঞ্চল্য কানিং-এ02:01তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, উল্লাসে মাতলেন শওকত মোল্লার অনুগামীরা06:33আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন অগ্নিমিত্রা05:14জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন শুভেন্দু