বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ। খুনের অভিযোগ উঠেছে তাঁর বন্ধুদের বিরুদ্ধে। ভদ্রেশ্বর থানার মানকুন্ডু এলাকার ঘটনা। মৃত যুবকের নাম অমিত কারক।
বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভদ্রেশ্বর থানার মানকুন্ডুতে। লেক ভিউ এর বাসিন্দা ইলেক্ট্রিক মিস্ত্রি অমিত কারককে তার বন্ধু সোমনাথ বাইকে চাপিয়ে নিয়ে যায়।বাড়ি থেকে দুবার ফোন করলে অমিত বলে এখুনি আসছি।কিন্তু অনেকক্ষন না আসায় রাত একটার সময় আবার বাড়ি থেকে ফোন করলে সুইচ বন্ধ হয়ে যায়।সকালে লেক ভিউ এর পুকুরে স্থানীয়রা একটি দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় করে পুকুরের পাশে।প্রথমে দেহটি পুকুরের থাকা কাঠামোর নিচে রেখে দেয়। মুখ জলের নিচে থাকায় চেনার অসুবিধা হয়।পুকুরের ওপরে কয়েক জায়গায় রক্তের দাগ রয়েছে।এরপর ঘটনাস্থলে চলে আসে ভদ্রেশ্বর থানা ও তেলিনিপাড়া টিওপি।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। বাড়ি থেকে সামান্য দুরত্ত্বে এই ঘটনায় অমিতের বাবার প্রশ্ন।কেন এরকম ঘটনা ঘটল।দোষীদের শাস্তির দাবি করেন তিনি।অমিতরা এক ভাই দুই বোন।এক বোন মারা গেছে।বাড়িতে কান্নার আওয়াজ। আর ডেকে চলেছে পোষা টিয়াপাখি।