হাফ-প্যান্ট পরে টিকা নিতে গিয়ে বাঁধল গোল। টিকা না নিয়েই ফিরতে হল শীর্ষনাথ পন্ডিত নামে এক যুবককে। সোনারপুরের বড়াল সর্দার পাড়ার বাসিন্দা শীর্ষনাথ পন্ডিত। বড়াল কার্যালয়ে টিকা নিতে গিয়েই ফিরতে হয় তাঁকে। শুক্রবার বয়স্ক মা -কে সঙ্গে নিয়ে টিকা নিতে যান শীর্ষনাথ পন্ডিত। যুবকের মা -কে টিকা দেওয়া হলেও তাঁকে টিকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েনি।
হাফ-প্যান্ট পরে টিকা নিতে গিয়ে বাঁধল গোল। টিকা না নিয়েই ফিরতে হল শীর্ষনাথ পন্ডিত নামে এক যুবককে। সোনারপুরের বড়াল সর্দার পাড়ার বাসিন্দা শীর্ষনাথ পন্ডিত। বড়াল কার্যালয়ে টিকা নিতে গিয়েই ফিরতে হয় তাঁকে। শুক্রবার বয়স্ক মা -কে সঙ্গে নিয়ে টিকা নিতে যান শীর্ষনাথ পন্ডিত। যুবকের মা -কে টিকা দেওয়া হলেও তাঁকে টিকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েনি।