বোলপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আক্রান্ত বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীদের একটি ঘরে আটকে রাখার অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ১২ জন প্রর্থীকে একসঙ্গে আটকে রাখার অভিযোগ। পুলিশের সামনে তাঁদের মারধরেরও অভিযোগ উঠেছে। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল।
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থীরা। এখন পর্যন্ত তাদের একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। পুরসভা নির্বাচনে বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন বেলার দিকে বোলপুর পুরসভার ১২ জন প্রার্থী এক সঙ্গে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। বোলপুর মহকুমা শাসকের অফিস চত্বরে সেসময় হকি খেলছিল তৃণমূলের লোকজন। বিজেপির কর্মী সমর্থকদের দেখেই তারা তেড়ে যায়। এরপর বিজেপি মনোনয়ন জমা দিতে যাওয়া প্রার্থী এবং তাদের সমর্থকদের একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে তিন বিজেপি কর্মীকে মহকুমা শাসকের অফিসে ঢুকিয়ে দিয়ে আসে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্যাসী চরণ মণ্ডল বলেন, "পঞ্চায়েত নির্বাচনের মতোই তৃণমূল আমাদের মনোনয়ন জমা করতে বাধা দিচ্ছে। পুলিশের সামনে মারধর করা হলেও পুলিশ ছিল নির্বাক। এটাই তৃণমূলের গণতন্ত্র। তৃণমূলের বোলপুর শহর সভাপতি নরেশ বাউরি বলেন, আমরা কাউকে মারধর করিনি। ওরা সব ওয়ার্ডে প্রার্থী খুঁজে পায়নি। এখন এসব নাটক করছে।