খেজুরিতে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা সেই সঙ্গেই চলল বোমাবাজি। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার খেজুরির নিচকসবা অঞ্চলের বোগা মোড় ও রসুলপুরে বিজেপির দলীয় কর্মসূচি ছিল। রসুলপুর থেকে কর্মসূচি শেষ করে ফেরার পথে তৃণমূলের দুস্কিতিরা বিজেপি কর্মীদের বাইকের উপর বোমাবাজি ও হামলা চালায় বলে অভিযোগ। তবে এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ বলেই জানিয়েছে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি জানিয়েছেন এটা বিজেপির গোষ্ঠীদন্দের ফল।