দুয়ারে রেশন নিয়ে এবার দুর্নীতির অভিযোগ। রেশনসামগ্রী কম দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে উঠল এমনই অভিযোগ। চাল এবং গম কম দেওয়ার অভিযোগ।
দুয়ারে রেশন প্রকল্পে এবার রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। মহিষাদলের ঘাগরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ কার্ড পিছু ২ কিলো করে চাল ও গম দেওয়ার কথা থাকলেও দুই ক্ষেত্রেই যথাক্রমে ২০০ ও ৩০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। অথচ বিল দেওয়া হচ্ছে ২কিলোরই। স্বাভাবিক ভাবেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে উপভোক্তাদের মদ্ধ্যে। রেশন দোকানের কর্মীর দাবি, রেশন সামগ্রী কম আসায় সকলকে ভাগ করে দেওয়ার জন্য এইরকম কম সামগ্রী দেওয়া হচ্ছে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, দূয়ারে রেশন যে কতবড় ভাওতা, তা আরো একবার প্রমানিত হলো। উপভোক্তাদের কম দেওয়া রেশন সামগ্রী তৃনমূলের সম্মেলনের খরচে লাগবে বলে খোঁচা বিজেপির। তবে ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখার আশ্বাস দেন মহিষাদলের বিধায়ক পাশাপাশি পালটা বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃনমূল বিধায়ক। তবে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডলের।