Duare ration: দুয়ারে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ

 দুয়ারে রেশন নিয়ে এবার দুর্নীতির অভিযোগ। রেশনসামগ্রী কম দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে উঠল এমনই অভিযোগ। চাল এবং গম কম দেওয়ার অভিযোগ।

দুয়ারে রেশন প্রকল্পে এবার রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। মহিষাদলের ঘাগরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ কার্ড পিছু ২ কিলো করে চাল ও গম দেওয়ার কথা থাকলেও দুই ক্ষেত্রেই যথাক্রমে ২০০ ও ৩০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। অথচ বিল দেওয়া হচ্ছে ২কিলোরই। স্বাভাবিক ভাবেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে উপভোক্তাদের মদ্ধ্যে। রেশন দোকানের কর্মীর দাবি, রেশন সামগ্রী কম আসায় সকলকে ভাগ করে দেওয়ার জন্য এইরকম কম সামগ্রী দেওয়া হচ্ছে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ,  দূয়ারে রেশন যে কতবড় ভাওতা, তা আরো একবার প্রমানিত হলো। উপভোক্তাদের কম দেওয়া রেশন সামগ্রী তৃনমূলের সম্মেলনের খরচে লাগবে বলে খোঁচা বিজেপির। তবে ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখার আশ্বাস দেন মহিষাদলের বিধায়ক পাশাপাশি পালটা বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃনমূল বিধায়ক। তবে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডলের।

02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর02:37অন্য স্ট্যান্ডে অটো রাখায় চরম বিবাদ! কপালে ইট লাঠি! চাঞ্চল্য কানিং-এ02:01তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, উল্লাসে মাতলেন শওকত মোল্লার অনুগামীরা06:33আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন অগ্নিমিত্রা