বনদপ্তরের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। সুনীল প্রামানিক এবংগনেশ সিং, এই দুই ব্যক্তির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। পুরুলিয়ার বান্দোয়ান থানার ধাদকা গ্রামের ঘটনা। ওই দুই ব্যক্তিকে খুঁটিতে বেঁধে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশ গিয়ে দুই ব্যক্তিকে আটক করে। এই নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলছে বিজেপি। অন্যদিকে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান।