বাজার সরানোর নামে তৃণমূল নেতার উপস্থিতিতে তাণ্ডবের অভিযোগ। বীরভূমের কীর্ণাহারের নিকাশিনালায় বসে এই অস্থায়ি বাজার। পুলিশের সামনেই সেখানে লুটপাটও চলে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সেখানে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। সেখানকার প্রধান শিবরাম চট্টোপাধ্যায় বলেন, রাস্তায় যানজট মুক্ত করতে সকলকে সুপার মার্কেটে উঠে যাওয়ার আবেদন করা হয়েছিল। মাইকে প্রচারও করা হয়। কিন্তু তারা কেউ সরে যায়নি। তাই এদিন তাদের তুলতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়ই কিছু দুষ্কৃতী তাঁদের দলের সঙ্গে মিশে গিয়ে লুঠপাট চালায়। তবে তাঁরা কেউ লুঠপাট চালায়নি বলেই দাবি তাঁর। অন্যদিকে বিজেপি নেতা তারকেশ্বর সাহা বলেন, 'কয়েকটি গ্রামের গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে তাণ্ডব চালানো হয়। আমাদের কর্মীর দোকান ভাঙচুরও করা হয় বলে তাঁর দাবি। খুচরো সবজি ব্যবসায়ীদের জিনিসপত্র লুঠ করা হয়েছে বলেও তিনি জানান।'