স্থানীয় বিবাদ মেটাতে গিয়ে বিজেপি কর্মীকে হুমকি। এমনটাই অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তাঁর বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠে। তাঁর হুমকির ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়। তিনি বেলেছেন, 'বিজেপি গণতন্ত্র মানে না, এমন কথাই বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে'। এখন তৃণমূল বিধায়ক বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। এই নিয়েই এখন প্রশ্ন তুলেছেন শংকর চট্টোপাধ্যায়।