জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড়ে বধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশের জালে স্বামী আবির পুরকাইত ও শাশুড়ি সবিতা মন্ডল। অভিযোগ, বুধবার দুপুরে প্রিয়াঙ্কা পুরকাইত (৩৩) ওরফে পিউকে খুন করে জলের ট্যাঙ্কের রিজারভারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তাঁর স্বামী আবিরের বিরুদ্ধে।
জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড়ে বধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশের জালে স্বামী আবির পুরকাইত ও শাশুড়ি সবিতা মন্ডল। অভিযোগ, বুধবার দুপুরে প্রিয়াঙ্কা পুরকাইত (৩৩) ওরফে পিউকে খুন করে জলের ট্যাঙ্কের রিজারভারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তাঁর স্বামী আবিরের বিরুদ্ধে। অভিযুক্ত আবির ইছাপুর মেটাল এন্ড স্টিল কারখানার কর্মী। মৃতার পরিজনদের অভিযোগ, অফিস কলিক এক মহিলার সঙ্গে আবিরের প্রণয়ের সম্পর্ক আছে। এছাড়াও শ্বশুরবাড়ির সম্পত্তি নেবার জন্য পিউয়ের ওপর চাপ সৃষ্টি করত আবির। বৃহস্পতিবার থানার সামনে দাঁড়িয়ে মৃতার আত্মীয়-পরিজন খুনে অভিযুক্ত আবিরের ফাঁসির দাবি জানান। শান্তিগড় স্ট্রিটের বাসিন্দা ইছাপুর মেটাল ফ্যাক্টরির কর্মচারী আবির পুরকাইতের সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয় বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কার। মৃতার পরিজনদের দাবি, প্রিয়াঙ্কা পাঁচ মাসের আন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ, এদিন কাজ থেকে ফিরে প্রিয়াঙ্কাকে খুন করে রিজারভারে ঢুকিয়ে দিয়ে দুষ্কৃতীদের নামে লুঠের নাটক করছিলেন মৃতার স্বামী। যদিও মৃতার মা নেপালী মন্ডলের অভিযোগ, মেয়েকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।