নরকঙ্কাল-এর আড়ালে গুপ্তধনের সন্ধানের অভিযোগ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আজিজ নগরের ঘটনা। পোড়ো বাড়িতে বছর দেরেক ধরে সুরঙ্গ কাটা হচ্ছে গুপ্তধনের জন্য। গোপনীয়তা অবলম্বন করে সুরঙ্গ তৈরির কাজ চলছিল
অভিযোগ গুপ্তধনের সন্ধানে রাতের অন্ধকারে সুরঙ্গ তৈরি করা হচ্ছিল। অভিযোগ তান্ত্রিক ডেকে তন্ত্র-মন্ত্র ও ঝাড়ফুঁক চলছিল। বাড়ির মালিকের দাবী বাড়িতে নরকঙ্কাল পোতা আছে। অবশেষে পুলিশ এসে এই খনন কাজ বন্ধ করে