তৃণমুল কংগ্রেসের এক নেতা খুনের ঘটনায় সেনাবাহিনীর এক জওয়ান গ্রেফতার। রায়গঞ্জ থানার লক্ষনীয়ার ঝুমঝুমিয়ায় তৃনমূল নেতা মহম্মদ আলি খুনের ঘটনায় তাঁর ভাইপো সেনা জওয়ান শাহনাজ আলিকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের তালবেহাট ললিতপুর ইউনিট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ছুটিতে এসে ভাইয়ের সাঙ্গে মিলে ২৬ জানুয়ারি রাতে শাহনাজ তাঁর কাকা মহম্মদ আলিকে গুলি করে করে খুন করেন। ঘটনার পরদিনই রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে শাহনাজ আলির ভাই সিকেন্দর আলিকে। তাঁর কাছ থেকেই সব ঘটনার কথা জানতে পারে পুলিশ। এই ঘটনার ঠিক এক মাস পরেই ২৮ ফেব্রুয়ারি শাহনাজকে গ্রেফতার করে পুলিশ।