খাবার খুঁজতে বেরিয়ে বিপত্তি, কুয়োতে হাতি

খাবার খুঁজতে বেরিয়ে কুয়োয় পড়ে গেল হাতি। পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার পাতাঝরিয়া গ্রামের ঘটনা। হাতির গর্জন শুনে গ্রামবাসীরা দেখেন কুয়োতে হাতি। ২০ টিরও বেশি হাতি কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে সেখানে। সোমবার ভোরে হাতিটি কুয়োয় পড়ে যায়।

ভোর রাতে খাবার খুঁজতে বেরিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার পাতাঝরিয়া গ্রামের পাশে কুয়োতে পড়ে গেল বড় একটি হাতি। কুয়োতে পড়ার পর হাতির চেঁচামেচিতে গ্রামবাসীরা সকালে এসে তা দেখতে পেয়েছেন। বনদপ্তর জেসিবি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে রওয়ানা দিয়েছে সেখানে। স্থানীয় বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ২০ টির বেশি হাতি কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে। খাবারের খোঁজে জঙ্গল থেকে প্রায়শই লোকালয়ে সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। শালবনিতে সম্প্রতি বাড়িঘরও ভাঙচুর হয়েছে কয়েক দিনে। সেই হাতির পালের থাকা একটি হাতি সোমবার ভোরে গ্রামের পাশে চাষের জন্য করে রাখা কুয়োতে পড়ে গিয়েছে। ভোর থেকেই হাতির পালের চেঁচামেচি শুনেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা তখনই বুঝে গিয়েছিলেন হাতির কোন কিছু ঘটে গিয়েছে। দিনের আলো পরিষ্কার হতেই সেখানে গিয়ে দেখতে পান মাঠে কুয়োতে পড়ে রয়েছে একটি হাতি। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বনদপ্তর কে জানালে বনদপ্তর সেখানে রওয়ানা দিয়েছে।

03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে03:14১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের04:31'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর01:59গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার05:22‘মমতা দুই দিন পর বিএসএফ-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী