খাবার খুঁজতে বেরিয়ে কুয়োয় পড়ে গেল হাতি। পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার পাতাঝরিয়া গ্রামের ঘটনা। হাতির গর্জন শুনে গ্রামবাসীরা দেখেন কুয়োতে হাতি। ২০ টিরও বেশি হাতি কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে সেখানে। সোমবার ভোরে হাতিটি কুয়োয় পড়ে যায়।
ভোর রাতে খাবার খুঁজতে বেরিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার পাতাঝরিয়া গ্রামের পাশে কুয়োতে পড়ে গেল বড় একটি হাতি। কুয়োতে পড়ার পর হাতির চেঁচামেচিতে গ্রামবাসীরা সকালে এসে তা দেখতে পেয়েছেন। বনদপ্তর জেসিবি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে রওয়ানা দিয়েছে সেখানে। স্থানীয় বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ২০ টির বেশি হাতি কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে। খাবারের খোঁজে জঙ্গল থেকে প্রায়শই লোকালয়ে সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। শালবনিতে সম্প্রতি বাড়িঘরও ভাঙচুর হয়েছে কয়েক দিনে। সেই হাতির পালের থাকা একটি হাতি সোমবার ভোরে গ্রামের পাশে চাষের জন্য করে রাখা কুয়োতে পড়ে গিয়েছে। ভোর থেকেই হাতির পালের চেঁচামেচি শুনেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা তখনই বুঝে গিয়েছিলেন হাতির কোন কিছু ঘটে গিয়েছে। দিনের আলো পরিষ্কার হতেই সেখানে গিয়ে দেখতে পান মাঠে কুয়োতে পড়ে রয়েছে একটি হাতি। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বনদপ্তর কে জানালে বনদপ্তর সেখানে রওয়ানা দিয়েছে।